ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

খরায় চিটা হয়ে যাচ্ছে ধান

জেলা প্রতিনিধি | নওগাঁ | প্রকাশিত: ১০:০৬ এএম, ১৮ এপ্রিল ২০২৩

সারাদেশের মতো উত্তরের বরেন্দ্র জনপদ নওগাঁয় প্রচণ্ড তাপপ্রবাহ বিরাজ করছে। প্রখর রোদে ধানগাছের পাতা শুকিয়ে যাচ্ছে। পুষ্ট হওয়ার আগেই চিটা হয়ে যাচ্ছে ধান। এতে ফলন কম হওয়ার আশঙ্কা করছেন চাষিরা। অনাবৃষ্টিতে পানির স্তুর নিচে নেমে যাওয়ায় সেচ পাম্পগুলোতে পানিও উঠছে কম।

নওগাঁর বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্রের তথ্যমতে, জেলায় গত কয়েকদিন ৩৫-৩৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে।

খরায় চিটা হয়ে যাচ্ছে ধান

জেলায় এবার ১ লাখ ৯০ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে। যা থেকে প্রায় সাড়ে ১২ লাখ মেট্রিক টন ধান উৎপাদনের আশা করছে কৃষি অধিদপ্তর।

সদর উপজেলার হারিয়াগাছী গ্রামের কৃষক আব্দুল মজিদ জাগো নিউজকে বলেন, ‘অতিরিক্ত খরায় ধানের পাতা শুকিয়ে যাচ্ছে। ধানের শিষ এখনো বড় হয়নি। এসব শিষ কিছুটা শুকিয়ে চিটায় পরিণত হয়েছে। এতে ফলন কমে যেতে পারে।’

খরায় চিটা হয়ে যাচ্ছে ধান

দীঘলির মাঠের গভীর নলকূপের অপারেটর ইনতাজ বলেন, পানি স্তুর নিচে নেমে যাওয়ায় কিছুটা কম পানি উঠছে। বোরো জমিতে এখনো ২-৩টা সেচ দিতে হবে। পানির পরিমাণ কম ওঠায় সেচ দিতে সময় বেশি লাগছে।

নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ বলেন, তাপমাত্রা কিছুটা বেড়েছে। ফসলের ক্ষতি এড়াতে জমিতে ২-৩ ইঞ্চি পরিমাণ পানি রেখে সেচ দেওয়া এবং ১০ লিটার পানিতে ৬০ থিয়োভিট পাউডার ও ৬০ গ্রাম এমওপি সার মিশিয়ে স্প্রে করার পরামর্শ দেওয়া হচ্ছে। যদি সঠিকভাবে সেচ দেওয়া যায় তাহলে ধানের কোনো সমস্যা হবে না।

আব্বাস আলী/এসআর/জেআইএম