ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

আওয়ামী লীগ কার্যালয়ে হামলা-ভাঙচুর, ধাওয়া-পাল্টাধাওয়ায় আহত ১৪

জেলা প্রতিনিধি | পিরোজপুর | প্রকাশিত: ০৪:১৩ পিএম, ১৮ এপ্রিল ২০২৩

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় জাতীয় পার্টির (জেপি-মঞ্জু) নেতাকর্মীদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মিরাজুল ইসলাম মিরাজের বাড়ি ও আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ভাঙচুর করা হয়। অগ্নিসংযোগ করা হয়েছে তিনটি মোটরসাইকেলে।

সোমবার (১৭ এপ্রিল) রাতে এ হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ১৪ নেতাকর্মী আহত হয়েছেন।

চেয়ারম্যান মিরাজুল ইসলাম মিরাজ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও। তিনি বলেন, তেলিখালীতে একটি ইফতার পার্টি শেষে জেপির (মঞ্জু) নেতাকর্মীরা ভান্ডারিয়ায় ফেরার পথে স্থানীয় ছাত্রলীগের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। কিছু সময় তারা ধারালো অস্ত্র নিয়ে আমার ব্যবসায়িক ও দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে। আমার বহুতল ভবনেও হামলা চালায় তারা। ছাত্রলীগের নেতাকর্মীরা প্রতিহতের চেষ্টা করলে সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায়। এ সময় ছাত্রলীগ নেতাকর্মীদের তিনটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। হামলায় উপজেলা ছাত্রলীগের ১১ নেতাকর্মী আহত হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর প্রশাসক ফায়জুর রশিদ খসরু জানান, তেলিখালীতে জেপির ইফতার মাহফিলে অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে আওয়ামী লীগ অফিসে হামলা চলায়। সেখানে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর করে এবং নেতা কর্মীদের কুপিয়ে এবং পিটিয়ে গুরুতর জখম করে। উপজেলা আওয়ামী লীগ তাৎক্ষণিক পৌরশহের বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করেছে।

পাল্টা অভিযোগ তুলে ভান্ডারিয়া জাতীয় পার্টির (জেপি-মঞ্জু) সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম উজ্জল তালুকদার বলেন, তেলিখালী ইউনিয়নে একটি ইফতার অনুষ্ঠানে গেলে স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা কয়েকটি গাড়ি ভাঙচুর করে। হামলায় অমাদের তিন নেতাকর্মী আহত হয়েছেন। তবে ভান্ডারিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যানের বাড়িতে হামলা ও ভাঙচুরের বিষয়ে কিছুই জানি না।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামান জাগো নিউজকে বলেন, তেলিখালী এলাকায় একটি ইফতার পার্টি শেষে স্থানীয় ছাত্রলীগ ও জেপি (মঞ্জু) গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এলাকায় পুলিশ ও র‌্যাব মোতায়েন আছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) মোহাম্মদ ইব্রাহিম জানান, দুপক্ষের লোকই আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এসজে/এমএস