ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঈশ্বরদীতে ২০০ অসহায়কে সেনাবাহিনীর ঈদ উপহার

উপজেলা প্রতিনিধি | ঈশ্বরদী (পাবনা) | প্রকাশিত: ০৪:৩৬ পিএম, ১৮ এপ্রিল ২০২৩

পাবনার ঈশ্বরদীতে বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর-১১ পদাতিক ডিভিশন ও এরিয়া সদর দপ্তর বগুড়ার পক্ষ থেকে ২০০ জন দুস্থ মানুষকে ঈদের খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) ঈশ্বরদী এস এম স্কুল অ্যান্ড কলেজ মাঠে ঈদ সামগ্রী বিতরণ করেন ঈশ্বরদী মিলিটারি ফার্মের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ রেজাউল করিম ।

is-(2).jpg

বগুড়া সেনানিবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেনাবাহিনী প্রধানের নির্দেশে দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে খাদ্য বিতরণ ছাড়াও নানাবিধ জনসেবামূলক কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় ঈশ্বরদীতে অসহায় ও দুস্থ মানুষকে ঈদ উপহার হিসেবে চাল, ডাল, সেমাই, চিনি, তেল ও দুধ দেওয়া হয়।

ঈদ সামগ্রী বিতরণে সমন্বয় করেন ঈশ্বরদী মিলিটারি ফার্মের মেজর মঈনুল ইসলাম। এ সময় মিলিটারি ফার্মের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেখ মহসীন/এসজে/এমএস