ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ময়মনসিংহ-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ : তদন্ত কমিটি গঠন

প্রকাশিত: ০৬:১৫ এএম, ০৭ মার্চ ২০১৬

ময়মনসিংহের কেওয়াটখালীতে ট্রেনের ধাক্কায় ট্রাক ও ট্রেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ২ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। সোমবার সকাল ৬টায় এ ঘটনা ঘটে। এতে ট্রাকের চালকসহ দু`জন আহত হয়েছেন। দুর্ঘটনার ফলে ঘটনা তদন্তের জন্য চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ময়মনসিংহ রেলস্টেশন থেকে সোমবার সকাল ৬টার দিকে ভাওয়াল ট্রেন কেওয়াটখালী বাইপাস সড়কের রেলক্রসিংয়ে একটি ট্রাককে ধাক্কা দিলে ট্রাকটি দুমড়ে মুচড়ে রেল লাইনের পার্শ্বে উল্টে গেলে ট্রাকের চালকসহ দু`জন আহত হন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং ট্রেনের ইঞ্জিনের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী ট্রেন ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। দুর্ঘটনার কারণে ঢাকাগামী একটি আন্তঃনগর ট্রেনসহ বেশ কয়েকটি মেইল ও লোকাল ট্রেন বিভিন্ন রেলস্টেশনে আটকা পড়ায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার জন্য রেলওয়ের ট্রাফিক ইন্সপেক্টর হামিদুল ইসলাম খানের নেতৃত্বে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন এবং তিন কার্য দিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।

আতাউল করিম খোকন/এমজেড/এমএস