ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ফটিকছড়িতে যুবলীগ-শ্রমিকলীগ সংঘর্ষ : আহত ১০

প্রকাশিত: ০৭:১৪ এএম, ০৭ মার্চ ২০১৬

ফটিকছড়িতে সিএনজি অটোরিকশার সিরিয়াল নিয়ে যুবলীগ ও শ্রমিকলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সোমবার সকাল ১০টায় পৌর কাউন্সিলর যুবলীগ নেতা গোলাপ মওলা গোলাপের সঙ্গে শ্রমিকলীগের আহ্বায়ক হাবিবের কর্মীদের এই সংঘর্ষ বাধে। এঘটনায় শ্রমিকলীগ আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব (৪২) সহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজি আটোরিকশার সিরিয়াল নিয়ে দুই গ্রুপের মধ্যে বাকবিতণ্ডার জের ধরে এই সংঘর্ষ বাধে। এসময় হাবিবের পক্ষের শ্রমিকরা বিক্ষুদ্ধ হয়ে রাস্তায় ব্যারিকেড দিলে চট্টগ্রাম খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ  হয়ে যায়। এতে দুর্ভোগে পড়ে দূর পাল্লার যাত্রীরা।
 
ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ মো. মফিজ উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, যুবলীগ ও শ্রমিক লীগ নেতার লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছিল। এর জের ধরে শ্রমিকরা ব্যারিকেড দেয়। আমরা যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে তারা ব্যারিকেড সরিয়ে ফেলে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।
   
জীবন মুছা/এসকেডি/এমএস