ঈদুল ফিতর
ফরিদপুরে আতশবাজি-সাউন্ডবক্স নিষিদ্ধ করে জেলা প্রশাসনের বিজ্ঞপ্তি
ঈদে উচ্চ শব্দে সাউন্ডবক্স, লাউড স্পিকার বাজানো, অশ্লীল নাচ-গান, আশতবাজি ও পটকা কেনা-বেচা ও পোড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি জারি করেছে ফরিদপুর জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাতে জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার ফরিদপুর শহর ও ৯ উপজেলায় ঈদুল ফিতরের পবিত্রতা রক্ষায় এ গণবিজ্ঞপ্তি জারি করেন।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এলাকার সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে পবিত্র ঈদুল ফিতরের পবিত্রতা রক্ষার্থে ঈদের দিন শহরের মোড়ে মোড়ে উচ্চ শব্দে সাউন্ডবক্স, লাউড স্পিকার বাজানো, অশ্লীল নাচ-গান করা, আশতবাজি ও পটকা কেনা-বেচা ও পোড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হলো। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার জাগো নিউজকে বলেন, দুইদিন ধরে এ বিষয়ে মাইকিং করা হয়েছে। বিভিন্নভাবে প্রচার প্রচারণা চালানো হয়েছে। গণবিজ্ঞপ্তিটি জারির পরেও বৃহস্পতিবার রাতে কিছু কিছু জায়গায় আদেশ অমান্য করা হয়েছে। শুক্রবার থেকে এ বিষয়ে অভিযান চালানো হবে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজন গ্রেফতার করা হবে।
এন কে বি নয়ন/এএইচ