ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

৩৬০ পরিবারকে খাদ্য সহায়তা দিলো ‘প্রকৃতি ও জীবন ক্লাব’

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০৩:১২ পিএম, ২১ এপ্রিল ২০২৩

নোয়াখালীতে অসহায় দুঃস্থ ৩৬০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে প্রকৃতি ও জীবন ক্লাব নামের একটি সংগঠন। বৃহস্পতিবার (২০ এপ্রিল) জেলা প্রেস ক্লাব মিলনায়তনে তৃতীয় পর্যায়ে এসব সামগ্রী দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম। এ সময় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান ড. মো. মহিনুজ্জামান, জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা জহির আহমেদ, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মান্নান, প্রেস ক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার শিকদারসহ ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

ক্লাবের সমন্বয়ক আলাউদ্দিন শিবলু বলেন, তৃতীয় পর্যায়ে ৬০ জন দুস্থ অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এর আগে চাটখিল উপজেলায় ১০০ জন, বেগমগঞ্জ উপজেলায় ২০০ পরিবারকে এসব সামগ্রী দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম প্রকৃতি ও জীব বৈচিত্র্য সংরক্ষণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, প্রকৃতি বাঁচলে জীবন বাঁচবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি আবাসযোগ্য পৃথিবী গড়ে উঠবে।

ইকবাল হোসেন মজনু/এসজে/জেআইএম