ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাঙ্গামাটিতে স্বস্তির বৃষ্টি

জেলা প্রতিনিধি | রাঙ্গামাটি | প্রকাশিত: ১০:২০ এএম, ২২ এপ্রিল ২০২৩

দীর্ঘদিনের তাপপ্রবাহে অতিষ্ঠ করে তোলা পরিবেশ যেন ঈদ আনন্দের সঙ্গে স্বস্তির বার্তা নিয়ে এলো বৃষ্টি।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) সন্ধ্যায় ইফতারের পরপরই পার্বত্য জেলা রাঙ্গামাটিতে বৃষ্টিও হয়। সঙ্গে ছিল ঝড়ো বাতাসও।

স্থানীয় বাসিন্দা মঈন উদ্দীন খোকন বলেন, এতদিনের তাপপ্রবাহ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিলো। রোজা রাখাও বেশ কষ্টসাধ্য হয়ে পড়েছিল। তবে শেষ রোজার দিন ইফতারের পরপরই বৃষ্টি যেন স্বস্তির বার্তাকে সঙ্গে নিয়ে ঈদ আনন্দের সংবাদ বয়ে আনলো।

ra-(3).jpg

প্রিয়ামনি চাকমা বলেন, এতদিন প্রচণ্ড গরমে মানুষ একেবারে কাহিল হয়ে পড়েছিল। দিনের তাপ যেন রাতেও স্বস্তি দিতো না মানুষকে।

সাদেক হোসেন বলেন, ঈদ মানে আনন্দ। তবে তাপপ্রবাহে তো আনন্দ একেবারে ফিকে হয়ে যেত। ইফতারের পরপরই স্বস্তির বৃষ্টি ঈদ আনন্দ আরও বাড়িয়ে দিলো।

সাইফুল উদ্দীন/এসজে/এমএস