ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাতের আঁধারে ৬ শিশু শিক্ষার্থী নিয়ে শিক্ষক উধাও

প্রকাশিত: ০৯:৫৩ এএম, ০৭ মার্চ ২০১৬

লক্ষ্মীপুরে রাতের আঁধারে ছয় শিশু শিক্ষার্থী নিয়ে মো. হোসাইন ওরফে জসিম নামে এক মাদরাসা শিক্ষক পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। রোববার রাত ২টার দিকে সদর উপজেলার দিঘলী ইউনিয়নের দূর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

চাকরিচ্যুতির সিদ্ধান্তে ক্ষিপ্ত হয়ে ওই শিক্ষার্থীদের তুলে নেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিখোঁজ শিক্ষার্থীরা একই গ্রামের রহমানিয়া তালিমুল কুরআন কাওমি মাদরাসার হেফজ খানার ছাত্র।

অভিযুক্ত শিক্ষকের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট এলাকায়। তিনি লক্ষ্মীপুরের দিঘলী ইউনিয়নের শান্তিরহাট এলাকায় শ্বশুর বাড়িতে থাকতেন।

প্রত্যক্ষদর্শী মাদরাসা শিক্ষক মনিরুল ইসলাম জানান, মাদরাসায় প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে ১৫ শিক্ষার্থী মাদরাসার হোস্টেলে (আবাসিক) থেকে পড়ালেখা করে আসছে। রোববার রাত ২টার দিকে হোস্টেলে থাকা আট শিক্ষার্থীকে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে শিক্ষক হোসাইন পালিয়ে যায়।

ঘটনার সময় গেটের শব্দ শুনে ঘুম থেকে জেগে উঠে ঘটনা প্রত্যক্ষ করেন অপর শিক্ষক মনিরুল। এসময় তিনি চিৎকার করলে এলাকাবাসী ঘটনাস্থলে জড়ো হয়। এর আগেই হোসাইন আট শিক্ষার্থীকে নিয়ে পালিয়ে যায়। পরে সোমবার ভোরে দুই শিক্ষার্থীকে রাস্তার পাশে পেয়েছেন দাবি করে একই গ্রামের জসিম উদ্দিন নামে এক সিএনজি অটোরিকশাচালক মাদরাসায় নিয়ে আসলে এলাকাবাসী তাকে আটক করে।

এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাসুদুর রহমান জানান, ঘটনায় জড়িত সন্দেহে এলাকাবাসী এক সিএনজিচালিত অটোরিকশা চালককে আটক করেছে। পরে তাকে স্থানীয় ইউপি চেয়ারম্যান পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় জড়িত শিক্ষককে আটক ও শিক্ষার্থীদের উদ্ধারের চেষ্টা চলছে।

কাজল কায়েস/এআরএ/পিআর