দুর্গম পাহাড়ে সৈনিকদের সঙ্গে সেনাপ্রধানের ঈদের শুভেচ্ছা বিনিময়
পার্বত্য জেলা রাঙ্গামাটির দুর্গম পাহাড়ে কর্মরত সৈনিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
শনিবার (২২ এপ্রিল) দুপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাগড়াছড়ি রিজিয়নের অধীন লংগদু জোনের দুর্গম লংগদু ক্যাম্প পরিদর্শন করে এ শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
হেলিকপ্টারযোগে সেনাপ্রধান লংগদু জোনে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান ২৪ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল মিজানুর রহমান শামীম ও খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ।
শুভেচ্ছা বিনিময়কালে সেনাপ্রধান সৈনিকদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং খোঁজখবর নেন। এসময় দুর্গম পাহাড়ে দায়িত্ব পালন করায় তাদের প্রশংসা করেন। একইসঙ্গে তাদের মনোবল বাড়াতে পাহাড়ে ছুটে আসেন বলেও জানান তিনি।
সাইফুল উদ্দীন/এসআর/জেআইএম