ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দোকানে থাকা সিলিন্ডারে অগ্নিকাণ্ড, লাখ টাকার ক্ষতি

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০৭:৩৬ পিএম, ২৪ এপ্রিল ২০২৩

বগুড়ার এডওয়ার্ড পৌর পার্কের আনন্দ পায়রা নামের এক দোকানে অগ্নিকাণ্ডে লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সোমবার (২৪ এপ্রিল) বিকেল পৌনে ৫টার দিকে দোকানে থাকা দুই গ্যাস সিলিন্ডার থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

খবর পেয়ে বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুই ইউনিট ঘটনাস্থেল এসে ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতহত হননি।

বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার শাহিনুর রহমান এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করে হচ্ছে, অগ্নিকাণ্ডে লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বর্তমানে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আছে। গ্যাস সিলিন্ডার দুটি পুকুরে ফেলে দিয়ে পুরোপুরিভাবে নিষ্ক্রিয় করা হয়।

আনন্দ পায়রা দোকানের মালিক মাসুম হোসেন তালুকদার বলেন, আগুনে লাখ টাকার ওপরে ক্ষয়ক্ষতি হয়েছে।

এসআর/এমএস