ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রোহিঙ্গা ক্যাম্পে ডাকাত দলের গুলিতে নারী নিহত

জেলা প্রতিনিধি | কক্সবাজার | প্রকাশিত: ০৯:০৮ পিএম, ২৪ এপ্রিল ২০২৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র ডাকাত দলের গুলিতে জমিলা খাতুন নামের এক নারী নিহত হয়েছেন। এসময় শিশুসহ আরও দুজন গুলিবিদ্ধ হয়েছেন।

সোমবার (২৪ এপ্রিল) ভোরে নয়াপাড়া ক্যাম্পের সি ব্লকে এ ঘটনা ঘটে।

নিহত জমিলা খাতুন নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ হোসেনের স্ত্রী।

গুলিবিদ্ধরা হলেন আবদুল করিমের স্ত্রী মনিরা বেগম ও তার মেয়ে নুর ফাতেমা। বর্তমানে তারা কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার জামাল পাশা বলেন, সশস্ত্র সালমান শাহ গ্রুপের ১২-১৫ জন সন্ত্রাসী মনিরার ঘরে গিয়ে গুলি চালালে এ হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

সায়ীদ আলমগীর/এসআর/এমএস