মাদক কেনার টাকা না পেয়ে গলায় ফাঁস
ফাইল ছবি
বগুড়ার ধুনটে মা-বাবার কাছে মাদকদ্রব্য কেনার টাকা চেয়ে না পেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সম্রাট হোসেন ময়েন (১৭) নামের এক শ্রমিক।
সোমবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় তার নিজ কক্ষ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত সম্রাট হোসেন উপজেলার চৌকিবাড়ি গ্রামের তায়েজ আলীর ছেলে। সে স্থানীয় একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতো।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছোটবেলা থেকেই মাদকাসক্ত হয়ে পড়ে সম্রাট। পরিবারের লোকজন অনেক চেষ্টা করেও তাকে ফেরাতে পারেনি। স্থানীয় ইটভাটায় শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহের পাশাপাশি বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সেবন করতো সে। ঈদের ছুটিতে ভাটায় ইট তৈরির কাজ সাময়িকভাবে বন্ধ রয়েছে। এ কারণে আর্থিক সংকটে পড়ে মাদকদ্রব্য কিনতে পারছিল না সম্রাট। পাড়া-প্রতিবেশীর কাছে টাকা ধার চেয়েও পায়নি। পরে বাবা-মায়ের কাছে টাকা দাবি করে সে। কিন্ত দরিদ্র পরিবারের পক্ষে তাকে টাকা দেওয়া সম্ভব হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে সোমবার সন্ধ্যায় নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সম্রাট।
ধুনট থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা রেকর্ড করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসআর/এমএস