ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কক্সবাজার সৈকতে গোসলে নেমে প্রাণ গেলো পর্যটকের

জেলা প্রতিনিধি | কক্সবাজার | প্রকাশিত: ০৪:৩৪ পিএম, ২৫ এপ্রিল ২০২৩

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে এক পর্যটকের মৃত্যু হয়েছে। তার নাম মুহাম্মদ শাহাজাহান (৪০)। তিনি চট্টগ্রামের পাঁচলাইশ থানার শুল্লক বহর এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে।

মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুর ১টার দিকে সৈকতের লাবণী পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহিন।

নিহতের স্বজনদের বরাতে তিনি জানান, সকালে সৈকতের লাবণী পয়েন্টে পরিবারের সদস্যদের সঙ্গে শাহাজাহান গোসল করতে নামেন। পরে হঠাৎ স্রোতে ভেসে যান। খোঁজাখুঁজির কিছুক্ষণ পর পানিতে ভাসমান অবস্থায় তাকে পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

সায়ীদ আলমগীর/এসআর/এমএস