ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কক্সবাজারে ২১ কেজি আইসসহ আটক ৩

জেলা প্রতিনিধি | কক্সবাজার | প্রকাশিত: ০৩:৪১ পিএম, ২৬ এপ্রিল ২০২৩

কক্সবাজারে ২১ কেজি আইসসহ তিনজনকে আটক করেছে বিজিবি। বুধবার (২৬ এপ্রিল) দুপুরে ৩৪ বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মেহেদী হোসাইন কবির এ তথ্য নিশ্চিত করেন।

আটকরা হলেন- উখিয়ার পালংখালীর বালুখালির মৃত সিদ্দিক আহমদের ছেলে বজরুক মিয়া (২৮), একই এলাকার আব্দুল শুকুরের ছেলে মোহাম্মদ ইসমাইল (২৩) ও উখিয়ার পানখালি আবুল মণ্ডলের ছেলে ছৈসুদুল বাশার (৪০)।

৩৪ বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মেহেদী হোসাইন কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে মিয়ানমার থেকে ক্রিস্টাল মেথের (আইস) চালান আসছে বলে জানা যায়। এ খবরে বালুখালী বিওপির সদস্যরা কৌশলে অবস্থান নিয়ে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। এক পর্যায়ে খবর আসে চালান এনে পালংখালী রহমতের বিল এলাকায় পাচারের উদ্দেশ্যে মজুদ রাখা হয়েছে। খবর পেয়ে একটি আশ্রয় কেন্দ্র থেকে ২১ কেজি ওজনের ২০ প্যাকেট আইস উদ্ধার করা হয়। এসময় ওই তিনজনকে আটক করা হয়।

jagonews24

আরও পড়ুন: ইয়াবার পথেই আসছে ভয়ঙ্কর মাদক আইস

তিনি বলেন, ঢালাওভাবে সীমান্ত অরক্ষিত বলা সমীচীন হবে না। ইতোমধ্যে দুই হাজারের অধিক গরু জব্দ করা হয়েছে। এর আগে ৯ কেজি এবং আজ (বুধবার) ২১ কেজি জব্দ করা সম্ভব হয়েছে। আমরা আমাদের মতো প্রচেষ্টা চালাচ্ছি।

অন্যদিকে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে নাফ নদীর সংলগ্ন কেওড়া বাগানের ভেতর থেকে চার লাখ পিস ইয়াবা জব্দ করে। এসময় মাদক পাচার কাজে ব্যবহৃত একটি নৌকা জব্দ করা হয়।

সায়ীদ আলমগীর/আরএইচ/এমএস