ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কালনা সেতুর ডিভাইডারে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত

জেলা প্রতিনিধি | নড়াইল | প্রকাশিত: ১১:১৭ পিএম, ২৬ এপ্রিল ২০২৩

নড়াইলের লোহাগড়ার কালনা সেতুতে ঘুরতে এসে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুইজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম রাকেশ গাইন (২৩)। তিনি নড়াইল সদর উপজেলার বাঁশভিটা গ্রামের কার্তিক গাইনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাকেশ গাইন ও তার বন্ধু প্রীতম বুধবার বিকেলে মোটরসাইকেলে কালনা মধুমতি সেতু ঘুরতে আসেন। পরে সন্ধ্যা সাড়ে ৬টা দিকে নড়াইলে ফেরার সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে।

এ সময় ওই মোটরসাইকেল তমাল নামের এক পথচারীকেও ধাক্কা দেয়। এই দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক রাকেশ গাইন ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় রাকেশের বন্ধু প্রীতম ও পথচারী তমাল আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে লোহাগড়া হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের যশোর সদর হাসপাতাল ও ঢাকায় পাঠানো হয়।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন বলেন, এ ঘটনায় লোহাগড়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। রাকেশের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

হাফিজুল নিলু/কেএসআর