ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ভোলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো তিনজনের

জেলা প্রতিনিধি | ভোলা | প্রকাশিত: ১১:৩০ এএম, ২৭ এপ্রিল ২০২৩

ভোলায় যাত্রীবাহী বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী এবং ট্রাক ও ভ্যানের সংঘর্ষে এক ভ্যানচালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ভোলার বোরহানউদ্দিন উপজেলার বৌদ্ধেরপুল ও ভোলা সদর উপজেলার পরানগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় দুর্ঘটনাগুলো ঘটনা ঘটে।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির মিঞা বলেন, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বৌদ্ধেরপুল এলাকায় একটি দ্রুতগামী যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেলে থাকা মো. মনির শরীফ (২৮) ও মো. আজগর আলী (৫৫) নামে দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন। নিহতরা উপজেলার কাচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে বাসিন্দা।

অপরদিকে, সকালের দিকে ভোলার সদর উপজেলার পরানগঞ্জ বাজার সংলগ্ন বিশ্বরোড এলাকায় একটি ট্রাক ও ভ্যানের সংঘর্ষে মো. আরিফ হোসেন (২৫) নামে ভ্যানচালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তিনি সদরের পশ্চিম ইলিশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গুপ্ত মুন্সি গ্রামের মো. আলীর ছেলে।

ভোলা মডেল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন ফকির বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

জুয়েল সাহা বিকাশ/এমআরআর/এমএস