ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সাতক্ষীরা কারাগারের কয়েদির মৃত্যু

জেলা প্রতিনিধি | সাতক্ষীরা | প্রকাশিত: ০২:১৬ পিএম, ২৭ এপ্রিল ২০২৩

সাতক্ষীরা জেলা কারাগারের এক কয়েদির মৃত্যু হয়েছে। সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন বুধবার (২৬ এপ্রিল) দিনগত রাত পৌনে ১টার দিকে তার মৃত্যু হয়।

এর আগে পেটে ব্যথাজনিত অসুস্থতার কারণে বুধবার রাত ১১টা ৩৪ মিনিটে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

মৃত কয়েদির নাম রবিন্দ্রনাথ দে (৬৫)। তিনি শ্যামনগর উপজেলার নকিপুর গ্রামের মৃত পরেশ নাথ দে‘র ছেলে। তিনি একটি ব্যাংক চেক ডিসঅনার মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে ছিলেন।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাশেদুজাজামন বলেন, পেটে ব্যথাজনিত অসুস্থতা নিয়ে বুধবার রাত ১১টা ৩৪ মিনিটে কারা কর্তৃপক্ষ তাকে হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টা ৪০ মিনিটের দিকে তিনি মারা যান।

সাতক্ষীরা কারাগারের জেলার মামুনুর রশিদ বলেন, একটি চেক ডিসঅনার মামলায় আট মাসের সাজাপ্রাপ্ত হয়ে বৃদ্ধ রবিন্দ্রনাথ দে ২০২২ সালের ২ নভেম্বর কারাগারে আসেন। বুধবার রাতে হঠাৎ তীব্র পেটের ব্যথায় তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার রাত ১১টা ৩৪ মিনিটে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টা ৪০ মিনিটের দিকে তিনি মারা যান।

আহসানুর রহমান রাজীব/এমআরআর/জিকেএস