ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সড়কের দু’ধারে পাথরের স্তূপ, ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো বৃদ্ধের

জেলা প্রতিনিধি | পঞ্চগড় | প্রকাশিত: ০৪:০৭ পিএম, ২৭ এপ্রিল ২০২৩

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ট্রাকের ধাক্কায় ওয়াজেদ আলী (৬৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে বাংলাবান্ধা-ঢাকা জাতীয় মহাসড়কের উকিলজোত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওয়াজেদ আলীর বাড়ি তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ওয়াজেদ আলী দুপুরের দিকে বাড়ি থেকে বাইসাইকেলে বাংলাবান্ধার ঝাড়ুয়াপাড়া গ্রামে বোনের বাসায় যাচ্ছিলেন। উকিলজোত এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে সড়কে ছিটকে মাথায় গুরুতর আঘাত লাগে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনার পর চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করে তেঁতুলিয়া হাইওয়ে পুলিশ।

এদিকে তেঁতুলিয়া-বাংলাবান্ধা সড়কের উভয় পাশে পাথরের অবৈধ স্তূপের কারণে এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের। ব্যবসায়ীদের বারবার সতর্ক করা হলেও তারা মানছেন না।

তেঁতুলিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লাহ বলেন, ট্রাকের ধাক্কায় ওয়াজেদ আলী নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহতের পরিবার অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সড়কের দুই ধারে পাথরের স্তূপ নিয়ে বারবার সতর্ক করা হলেও গুরুত্ব দিচ্ছেন না পাথর ব্যবসায়ীরা।

সফিকুল আলম/এফএ/জেআইএম