সিরাজগঞ্জে ইয়াবাসহ যুবলীগ নেতা গ্রেফতার
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ৫৫ পিস ইয়াবাসহ আব্দুল্লাহ সেখ (৩০) নামে স্থানীয় এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পাঁচলিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আব্দুল্লাহ হাটিকুমরুল ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও পাঁচলিয়া গ্রামের হায়দার আলীর ছেলে।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেলে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫৫ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়েছে। দুপুরের দিকে ওই মাদক কারবারিকে আদালতে পাঠানো হয়।
এম এ মালেক/এসজে/জিকেএস