বাকির টাকা চাওয়ায় দোকানে আগুন
বগুড়ার শাজাহানপুরে বাকির টাকা চাওয়ায় মুদি দোকান পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) থানায় এমন অভিযোগ করেন ওই দোকানের মালিক। এদিন ভোরের দিকে উপজেলার পূর্ব চকজোড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত দোকান মালিক ফেন্সি বেগম ওই গ্রামের বাসিন্দা।
তিনি জানান, বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে একটি মুদি দোকান করেছিলেন। একই এলাকার বেশ কয়েকজন যুবক তার দোকানে মাঝেমধ্যে এসে বাকিতে মোটা অংকের পণ্য নিয়ে যেতেন। টাকা চাইলে তারা হট্টগোল করতেন। অতীতেও একবার বাকির টাকা চাওয়ায় বাড়িতে হামলা চালান। ওই সময় ফেন্সি ও তার ছেলেকে জীবননাশের হুমকি দিয়েছিলেন। একই কারণে বৃহস্পতিবার ভোরের দিকে দোকানে আগুন দেয় তারা।
ফেন্সি বলেন, রাত ১২টা পর্যন্ত বেচাকেনা করে দোকান বন্ধ করি। এরপর ভোরে বের হলে দোকানে আগুন জ্বলতে দেখা যায়। পরে প্রতিবেশীরা মিলে আগুন নেভানোর চেষ্টা করা হয়। কিন্তু ততক্ষণে সব পুড়ে গেছে।
ফেন্সি দাবি করেন, দোকানে থাকা নগদ টাকাসহ ৩টি ফ্রিজ ও মালামাল পুড়ে যায়। এতে প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে তার।
স্থানীয়রা জানান, ফেন্সির স্বামী অসুস্থ হওয়ায় ফেন্সি দোকান দিয়ে সংসার চালান। তার দোকানে স্থানীয় কয়েকজন বাকিতে পণ্য নেওয়ার জন্য হট্টগোল করতো। এর মধ্যে বৃহস্পতিবার সকালে আগুন লাগার ঘটনা ঘটে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জীলানী অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ফেন্সি বেগম থানায় এসে অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এফএ/জিকেএস