ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মেহেরপুরে জমি বিরোধের জেরে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি | মেহেরপুর | প্রকাশিত: ০২:৫৩ পিএম, ২৮ এপ্রিল ২০২৩

মেহেরপুরের গাংনীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে আব্দুল আলীম (৪০) নামের এক ভ্যানচালককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শুক্রবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে মোহাম্মদপুর গ্রামের পূর্বপাড়া মাঠে এ ঘটনা ঘটে।

আব্দুল আলীম ওই গ্রামের পশ্চিম পাড়ার আব্দুল গণির ছেলে। তিনি ভ্যান চালিয়ে সংসার চালাতেন।

পুলিশ ও স্বজনরা জানায়, সকালে জমিতে গেলে প্রতিপক্ষ আবুল হোসেনের ছেলে খলিলুর রহমান হামলা করে। এসময় আব্দুল আলিম বাঁধা দিলে তাকে দেশিয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।

আসিফ ইকবাল/আরএইচ/জেআইএম