ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ধান কাটায় অংশ নিচ্ছেন স্বেচ্ছাসেবক লীগের অর্ধলাখ নেতাকর্মী

জেলা প্রতিনিধি | মুন্সিগঞ্জ | প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ২৮ এপ্রিল ২০২৩

মুন্সিগঞ্জের আড়িয়াল বিলে কৃষকদের ধান কেটে বাড়ি পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু করেছেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীরা।

শুক্রবার (২৮ এপ্রিল) বেলা ১১টার দিকে বিলের শ্রীনগর উপজেলার গাদিঘাট অংশে ধান কাটা কার্যক্রম শুরু হয়। এতে অংশ নেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুসহ দেড় শতাধিক নেতাকর্মী। ধান কাটা শেষে মাড়াইয়ে অংশ নেন তারা।

Rice-(4).jpg

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন যার যার অবস্থান থেকে কৃষকদের সহায়তা করার জন্য। যার জমিতে ধান কাটার শ্রমিক পাওয়া যাচ্ছে না তার জমিতে ধান কেটে মাড়াই করে ঘরে পৌঁছে দেওয়ার জন্য। এরই অংশ হিসেবে স্বেচ্ছাসেবক লীগ আজ ধান কেটে বাড়ি পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু করেছে।

সারাদেশে স্বেচ্ছাসেবক লীগের ৫০ হাজার নেতাকর্মী কৃষকদের ধান কেটে দেওয়ার কার্যক্রমে অংশ নিচ্ছেন জানিয়ে তারা বলেন, দেশে খাদ্যের অভাব নেই। মানুষ সুখে আছে। সারাদেশে ধানের বাম্পার ফলন হয়েছে। ধানের দামও সরকার নির্ধারণ করে দিয়েছে। এখন কৃষকরা যদি এ ফসল ঘরে তুলতে পারেন তাহলে তাদের আর কোনো সমস্যা থাকবে না।

Rice-(4).jpg

ধান কাটা শেষে স্থানীয় ২০০ কৃষকের মধ্যে লুঙ্গি বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ বাবু, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম পিন্টু, শ্রীনগর উপজেলা সভাপতি নিশাদ শিকদার, সাধারণ সম্পাদক হামিদুল্লাহ খান মুন প্রমুখ।

আরাফাত রায়হান সাকিব/এসআর/এমএস