ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়া

লিগ্যাল এইডে এক বছরে ৩০৫ মামলা নিষ্পত্তি

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ০৮:৩২ এএম, ২৯ এপ্রিল ২০২৩

এক বছরে ব্রাহ্মণবাড়িয়ায় লিগ্যাল এইডের মাধ্যমে ৩০৫টি মামলা নিষ্পত্তি হয়েছে। শুক্রবার (২৮ এপ্রিল) সকালে ব্রাহ্মণবাড়িয়া আদালত পাড়ায় জাতীয় আইনগত সহায়তা দিবসে এ তথ্য জানানো হয়।

পায়রা উড়িয়ে জেলা ও দায়রা জজ বেগম শারমিন নিগার দিবসের উদ্বোধন করেন। পরে আদালত চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের কাউতুলী মোড় প্রদক্ষিণ করে ফের একই স্থানে ফিরে আসে। আদালত ভবনের নিচতলায় লিগ্যাল এইডের হেল্প ডেস্ক উদ্বোধন করেন জেলা ও দায়রা জজ।

আরও পড়ুন: লিগ্যাল এইড অফিসারদের পর্যবেক্ষণে কমিটি গঠন

জেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি বেগম শারমিন নিগারের সভাপতিত্বে আলোচনা সভায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন, সিভিল সার্জন ডা. একরামউল্লাহ, পাবলিক প্রসিকিউটর মাহবুবুল আলম খোকন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) এ এইচ এম কামরুল ইসলাম, স্পেশাল পিপি (নারী-শিশু) তাজুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শামসুজ্জামান কানন প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে জানানো হয়, ২০২২ সালের মে থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত জেলা লিগ্যাল এইডের মাধ্যমে ৩০৫টি মামলা নিষ্পত্তি হয়। এ বছর মামলা করা হয়েছে ৪৩০টি, নথিজাত এডিআর ৩২৮টি। নারী ও পুরুষ পরামর্শ ৬৮৪ জন, এডিআর ফাইলিং ৪৮৫টি, মীমাংসিত এডিআর ১১৯টি এবং এডিআরের মাধ্যমে ২৬ লাখ ৭৪ হাজার ৫০০ টাকা মীমাংসার পর আদায় হয়েছে।

আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/এমএস