মোবাইলফোন নিয়ে পরীক্ষার হলে, শিক্ষকসহ ৬ জনকে অব্যাহতি
নোয়াখালীর বেগমগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষার হলে দায়িত্বরত অবস্থায় মোবাইলফোন সঙ্গে থাকায় ছয়জনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
অব্যাহতিপ্রাপ্তরা হলেন, মোহাম্মদীয়া ইসলামিয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মোরশেদ আলম, দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আলমগীর হোসেন, হাজীপুর আবদুল মজিদ উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মো. নুরুল আফসার, মীর কাশেম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ল্যাব সহকারী মৃত্তিকা মজুমদার, দুর্গাপুর এম এ মতিন ইসলামিয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক এ কে এম মোস্তাফিজুর রহমান ও এটিআই সহকারী ইন্সট্রাকটর মো. নাজমুল হোসেন।
বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পরীক্ষার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়াসির আরাফাত বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন। তিনি বলেন, রোববার (৩০ এপ্রিল) দুপুরেই তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, কুমিল্লা শিক্ষা বোর্ডের ৬ নম্বর আদেশ ও কারিগরি শিক্ষা বোর্ডের ৩ নম্বর আদেশ লঙ্ঘন করে দায়িত্বরত অবস্থায় মোবাইলফোন বহন করায় অভিযুক্তদের কক্ষ প্রত্যবেক্ষকের চলমান পরীক্ষার সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
নোয়াখালীতে ৯টি উপজেলার ৭৪টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষায় ৪৫ হাজার ৬৪৫ শিক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে এসএসসিতে ৩৪ হাজার ৩১৫ জন, দাখিলে ৯ হাজার ২১৩ জন ও ভোকেশনালে ২ হাজার ১১৭ জন। প্রথমদিনের পরীক্ষায় অনুপস্থিত ছিল ৮১১ শিক্ষার্থী।
ইকবাল হোসেন মজনু/এমআরআর/জিকেএস