ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

হোটেলে শিশুর মৃত্যু, পরকীয়া প্রেমিকসহ মা আটক

জেলা প্রতিনিধি | বরিশাল | প্রকাশিত: ০৯:০২ এএম, ০১ মে ২০২৩

আবাসিক হোটেলে আবির ইসলাম জিহাদ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির মা মরিয়ম ও তার পরকীয়া প্রেমিক মিলন হাওলাদারকে আটক করেছে পুলিশ। রোববার (৩০ এপ্রিল) বরিশাল নগরীর বান্দ রোড এলাকার আবাসিক হোটেলে ঘটনাটি ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, চারমাস আগে পলাশপুরের বাসিন্দা দিনমজুর আল আমিনের সঙ্গে বিচ্ছেদ হয় মরিয়মের। ২৫ এপ্রিল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের হোটেল বায়েজিদের একটি কক্ষ ভাড়া নেন মরিয়ম ও তার পরকীয়া প্রেমিক মিলন হাওলাদার। হোটেলে তারা স্বামী-স্ত্রী পরিচয় লেখেন। সঙ্গে মরিয়মের সন্তানও ছিল।

রোববার সকালে হোটেল ম্যানেজারকে মরিয়ম জানান, তার ছেলে খুব অসুস্থ। এ সময় পরকীয়া প্রেমিক মিলন হাওলাদার রুমে না থাকায় হোটেল ম্যানেজার শিশুটিকে হাসপাতালে নিয়ে যেতে বলেন। হাসপাতালে নিলে শিশু জিহাদকে মৃত জানান কর্তব্যরত চিকিৎসক।

মৃত শিশুটির মায়ের মামা আব্দুল মান্নান বলেন, শুনেছি আমার ভাগনি মরিয়ম ও তার কথিত স্বামী মিলন আমার নাতিকে হত্যা করেছে। আমরা এর সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি। যাতে আর কেউ এমন ঘটনা না ঘটাতে পারে।

তবে শিশু জিহাদের মা ও তার পরকীয়া প্রেমিক মিলন হাওলাদারের দাবি, হোটেলের সিঁড়ি থেকে পড়ে গুরুতর আহত হয় জিহাদ। পরে তার মৃত্যু হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জাগো নিউজকে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এছাড়া ওই শিশুর মা মরিয়ম ও তার পরকীয়া প্রেমিক মিলন হাওলাদারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

এসজে/জিকেএস