সড়ক দুর্ঘটনা
ঢাকা-খুলনা মহাসড়কে প্রাণ গেলো দুজনের
ফাইল ছবি
রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলায় সড়ক দুর্ঘটনায় মাহিন্দ্রাচালকসহ দুজন নিহত হয়েছেন। সোমবার (১ মে) ভোর ৪টা থেকে সকাল ৯টার মধ্যে ঢাকা-খুলনা মহাসড়কে পৃথক দুটি দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে মাহিন্দ্রাচালকের পরিচয় মিলেছে। তার নাম মিলন মন্ডল (৩৫)। তিনি রাজবাড়ী সদর উপজেলার রূপপুর গ্রামের কাদের মন্ডলের ছেলে।
আহলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, ভোর ৪টার দিকে সদর উপজেলার খানখানাপুর মোস্তফা ইটভাটার কাছে গাড়িচাপায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, অপরদিকে সকাল ৯টার দিকে গোয়ালন্দ মোড় এলাকায় মাহিন্দ্রা উল্টে চালক মিলন মন্ডল আহত হন। তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
রুবেলুর রহমান/এসজে/জিকেএস