ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দুর্বৃত্তের আগুনে কৃষকের পাকা ধান পুড়ে ছাই

জেলা প্রতিনিধি | নড়াইল | প্রকাশিত: ০৬:২৮ পিএম, ০১ মে ২০২৩

নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা গ্রামে নাজমুল মোল্যা নামের এক কৃষকের পাকা ধান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (১ মে) ভোরের দিকে জমিতে কেটে রাখা ধান আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।

এর তিনদিন আগে ইমরান নামের এক বর্গাচাষির ১৫ শতক জমির পাকা ধান পুড়িয়ে দেওয়া হয়। এতে ওই এলাকার কৃষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয়রা জানান, দরিদ্র কৃষক নাজমুল মোল্যা তার ৩৯ শতক জমির ধান কেটে জমিতে স্তূপ করে রেখে আসেন। ভোরে এসব ধান বাড়িতে আনতে গিয়ে দেখেন সব ধান পুড়িয়ে দেওয়া হয়েছে। তবে কী কারণে কে বা কারা ধানে আগুন দিয়েছে তা বলতে পারেননি তিনি।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

হাফিজুল নিলু/এসআর/এএসএম