ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফরিদপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধা নিহত

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০২:২৫ পিএম, ০২ মে ২০২৩

ফরিদপুরের নগরকান্দায় ট্রেনের ধাক্কায় জাহানারা বেগম নামের ৬৫ বছরের এক বৃদ্ধা নিহত হয়েছেন।

মঙ্গলবার (২ মে) সকাল ৯টার দিকে ভাঙ্গা থেকে ছেড়ে আসা একটি ট্রেন নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের নারুয়াহাটি এলাকায় পৌঁছালে ট্রেনের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই নিহত হন।

নিহত জাহানারা বেগম উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শংকরপাশা গ্রামের সালাম শেখের স্ত্রী। তার চার ছেলে ও এক মেয়ে রয়েছে।

নিহতের স্বামী সালাম শেখ বলেন, হাঁসের খাদ্য শামুক সংগ্রহ করতে সকালে রেললাইনের পাশে যান জাহানারা ব্গেম। রেললাইন পার হওয়ার সময় ভাঙ্গা থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জাহানারা কানে কম শুনতেন বলেও তিনি জানান।

নগরকান্দা থানার উপপরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এন কে বি নয়ন/এসআর/এমএস