ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

টেকনাফে ফের দুই রোহিঙ্গাসহ চারজনকে অপহরণ

জেলা প্রতিনিধি | কক্সবাজার | প্রকাশিত: ০৪:০৭ পিএম, ০২ মে ২০২৩

কক্সবাজারের টেকনাফে ফের চার ব্যক্তিকে অপহরণ করে পাহাড়ে নিয়ে গেছে দুর্বৃত্তদল। অপহৃতদের মাঝে দুই রোহিঙ্গা, একজন ইজিবাইকচালক ও এক কৃষক রয়েছেন।

সোমবার (১ মে) সন্ধ্যার পর টেকনাফের বাহারছড়া নোয়াখালীপাড়া, হোয়াইক্যং উনচিপ্রাং ২২ নম্বর ক্যাম্পসহ সাবরাং এলাকায় এ অপহরণের ঘটনা ঘটে।

অপহৃতরা হলেন, টেকনাফের সাবরাং কচুবনিয়ার কালা মিয়ার ছেলে আবু সৈয়দ (৩৩), একই উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ার বদিউর রহমানের ছেলে মনজুর আলম (৬০), বাহারছড়া ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পুরাতন রোহিঙ্গা জাফর আলম (৪০) ও উনচিপ্রাং ২২ নম্বর ক্যাম্পের রোহিঙ্গা সৈয়দ হোসাইনের ছেলে নুর হোসেন (৩২)।

মনজুর আলমের পরিবারের বরাত দিয়ে বাহারছড়া ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ইলিয়াস জানান, নোয়াখালীপাড়ার মনজুর আলম ও বড় ডেইলের পুরাতন রোহিঙ্গা জাফর আলম সোমবার ৯ নম্বর ওয়ার্ড নোয়াখালীপাড়া সংলগ্ন পাহাড়ের পানের বরজে কাজ করতে যান। ফেরার পথে অস্ত্রধারী ডাকাতদল তাদের অপহরণ করে। অপহরণের পর তাদের কাছ থেকে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

অপরদিকে, ইজিবাইকচালক আবু সৈয়দের বড় ভাই আবু কালাম জানান, তার ছোট ভাই আবু সৈয়দ প্রতিদিন ইজিবাইক নিয়ে সকালে বের হয়ে সন্ধ্যায় বাড়ি ফেরেন। কিন্তু সোমবার সন্ধ্যায় তিনি বাড়ি আসেননি। নানা জায়গায় খবর নেওয়ার পর অপহরণকারীরা রাতে ইমোতে ভিডিও কলে দেখায় টাকার জন্য তার ভাইয়ের ওপর নির্যাতন করা হচ্ছে।

আরেক অপহৃত উনচিপ্রাং-২২ নম্বর ক্যাম্পের নুর হোসেনের বাবা সৈয়দ হোসাইন জানান, ক্যাম্পের ভেতর দোকান থেকে বাড়ি ফেরার পথে তার ছেলেকে অপহরণ করা হয়। পরবর্তীকালে তাদের কাছে কল করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না পেলে তাকে হত্যা করা হবেও বলে জানায় অপহরণকারীরা।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বলেন, অপহরণের ঘটনাগুলো জানার পর দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত আছে। পুলিশ অভিযান চালিয়ে এর আগে অপহৃত দুই কৃষককে সোমবার রাতে উদ্ধার করেছে।

এর আগে রোববার (৩০ এপ্রিল) সকাল ৭টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়ন জাহাজপুরা সংলগ্ন পাহাড়ের ভেতর চার কৃষক পানের বরজে কাজ করতে যান। এসময় অস্ত্রধারী ১০-১৫ জনের একটি ডাকাতদল তাদের অপহরণ করার চেষ্টা চালায়। রহিম উদ্দিন ও রেদুয়ান নামে দুই কৃষককে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায় ডাকাতরা। বাকি দুজন মো. আব্দুল্লাহ ও আব্দুল আমিন পালিয়ে আসেন। তবে তাদেরও কুপিয়ে জখম করা হয়।

সায়ীদ আলমগীর/এমআরআর/এএসএম