ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দুর্বৃত্তের বিষে ২ পুকুরে ভেসে উঠলো মরা মাছ

জেলা প্রতিনিধি | মাদারীপুর | প্রকাশিত: ০৬:৪৬ পিএম, ০২ মে ২০২৩

মাদারীপুরের ডাসার উপজেলায় দুর্বৃত্তদের দেওয়া বিষে পংকজ বালা নামে এক কৃষকের দুটি পুকুরে মরা মাছ ভেসে উঠেছে। এতে আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি মাছ চাষির।

এ ঘটনায় মঙ্গলবার (২ মে) দুপুরে ডাসার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী পংকজের ভাই নিতিশ বালা।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নবগ্রাম ইউনিয়নের নবগ্রামের মাছ চাষি পংকজ বালা দীর্ঘদিন ধরে ওই এলাকার বেশ কয়েকটি পুকুরে মাছ চাষ করে আসছেন। প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে ওই চাষি দুটি পুকুরের পাড়ে গিয়ে দেখতে পান, চাষ করা বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠেছে।

ক্ষতিগ্রস্ত মাছ চাষি পংকজ বালা বলেন, আমি কিস্তিতে টাকা এনে পুকুরে মাছ চাষ করেছিলাম। কিন্তু আমাকে শেষ করে দিল দুর্বৃত্তরা। এখন কীভাবে কিস্তির টাকা শোধ করবো।

মাদারীপুরের ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান জাগো নিউজকে বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আয়শা সিদ্দিকা আকাশী/এসজে/এমএস