ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পরীক্ষার হলে নকল সরবরাহ, অফিস সহকারীর ২ বছরের কারাদণ্ড

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০৬:৪৯ পিএম, ০২ মে ২০২৩

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় এসএসসি পরীক্ষার হলে নকল সরবরাহের অভিযোগে এক অফিস সহকারীকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে নকল করা পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২ মে) বেলা ১১টায় উপজেলার বজরা বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল হোসেন।

দণ্ডপ্রাপ্ত নজরুল ইসলাম সুমন বজরা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী (দপ্তরি)। সাজা পরোয়ানা দিয়ে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Noakhali

বিষয়টি নিশ্চিত করে ইউএনও মো. ইসমাইল হোসেন জাগো নিউজকে বলেন, কেন্দ্র পরিদর্শনে গিয়ে নকল সরবরাহের বিষয়টি হাতেনাতে ধরি। পরে অভিযুক্ত দুইজন অপরাধ স্বীকার করায় এবং বাইরে থেকে সরবরাহ করা নকলের সঙ্গে পরীক্ষার্থীর নৈর্ব্যক্তিক খাতার উত্তরের মিল থাকায় অফিস সহকারী নজরুল ইসলাম সুমনকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জাগো নিউজকে বলেন, দণ্ডপ্রাপ্ত অফিস সহকারী নজরুল ইসলাম সুমনকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ইকবাল হোসেন মজনু/এমআরআর/এমএস