ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

টাঙ্গাইলে সাবেক ভাইস চেয়ারম্যানের ওপর হামলা

জেলা প্রতিনিধি | টাঙ্গাইল | প্রকাশিত: ০৮:৩২ পিএম, ০২ মে ২০২৩

টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি আব্বাস আলীর ওপর হামলা হয়েছে। আহত অবস্থায় ভাইস চেয়ারম্যানসহ তিনজন টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি আছেন।

মঙ্গলবার (২ মে) বিকেল ৪টার দিকে সদর উপজেলার কাতুলি ইউনিয়নের এস ডি এস এলাকায় চায়না প্রজেক্টের কাজ দেখতে গিয়ে এ হামলার শিকার হন তিনি। কাতুলি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সুমন দেওয়ার ও আজাদ দেওয়ানের বিরুদ্ধে এ হামলার অভিযোগ ওঠে।

খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘদিন ধরে সুমন দেওয়ান ও আজাদ দেওয়ান এস ডি এস ও ধলেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন। এতে বাধা দেওয়ায় ভাইস চেয়ারম্যানের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে।

হামলার শিকার সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আহত আব্বাস আলী বলেন, অবৈধভাবে মাটি কাটা ও রাষ্ট্রীয় খনিজ সম্পদ রক্ষায় মানববন্ধন করা হয়। এ কারণে সাবেক চেয়ারম্যান সুমন দেওয়ানের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আজও মাটি কাটার বিষয়ে বাধা দেওয়া হলে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। বিকেল ৪টার দিকে আমার সঙ্গে লোকজন না থাকায় প্রতিপক্ষ সুমন দেওয়ান ও আজাদ দেওয়ান তার লোকজন নিয়ে আমার ওপর অতর্কিত হামলা চালায়। এতে আমি ও গাড়ি চালক জহুরুল ইসলাম (৩৪), সোলায়মান হাসান আইয়ুব (৩৮)সহ তিনজন আহত হয়েছি। বর্তমানে তিনজনই টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি আছি।

অভিযুক্ত কাতুলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সুমন দেওয়ান বলেন, হামলার ঘটনাটি আমি জানি না। এর সঙ্গে আমি জড়িতও না। আব্বাস ও তার সমর্থকরা প্রতিদিন এলাকায় বিচারের নামে চাঁদাবাজি করে। এ ক্ষোভে নারীরা তাকে ধাওয়া দিয়েছে বলে শুনেছি। আমার নাম অহেতুক জড়ানোর চেষ্টা করা হচ্ছে।

এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম জাগো নিউজকে বলেন, হামলার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরিফ উর রহমান টগর/এসজে/এএসএম