ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বান্দরবানে বুদ্ধ পূর্ণিমায় বর্ণাঢ্য শোভাযাত্রা

জেলা প্রতিনিধি | বান্দরবান | প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ০৩ মে ২০২৩

বান্দরবানে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উদযাপিত হয়েছে। বুধবার (৩ মে) সকালে বোমাং সার্কেলে প্রধান রাজা উচপ্রু চৌধুরী নেতৃত্বে শহরের জাদিপাড়া রাজবাড়ি প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাজগুরু বৌদ্ধ বিহারের বোধিবৃক্ষতলে এসে সমবেত হয়। সেখানে প্রার্থনা ও পঞ্চমশীল গ্রহণের পর চন্দনের জল ও ফুল নিয়ে বোধি বৃক্ষমূলের পূজা হয়।

বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহা-পরিনির্বাণ এ ত্রি-স্মৃতি বিজড়িত বুদ্ধ পূর্ণিমা। তাই বৌদ্ধদের জন্য দিবসটি অত্যন্ত তাৎপর্যময় বলে মনে করেন বৌদ্ধ ধর্মালম্বীরা।

নয়ন চক্রবর্তী/আরএইচ/এএসএম