বাংলাদেশের চিকিৎসাসেবা ইন্দোনেশিয়ার তুলনায় সস্তা: রাষ্ট্রদূত
ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হেরু হারতানতো সুবোলো বলেছেন, চিকিৎসা এবং ওষুধ শিল্পখাতে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। বাংলাদেশে তিন শতাধিক ওষুধ প্রস্তুতকারী কোম্পানি রয়েছে। এখানে চিকিৎসাসেবা ইন্দোনেশিয়ার তুলনায় অনেক সস্তা। এ খাতটি বাংলাদেশের জন্য অত্যন্ত সম্ভাবনাময়।
বুধবার (৩ মে) বিকেল ৪টায় দ্য সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত ও তার প্রতিনিধিদলের সঙ্গে সিলেট চেম্বার নেতাদের মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ-ইন্দোনেশিয়ার মধ্যে ধর্মীয় ও সামাজিক দিক দিয়ে অনেক মিল রয়েছে। বাংলাদেশের উন্নয়নের অংশীদার হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।
তিনি বলেন, ইন্দোনেশিয়া বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধিতে আগ্রহী। বাংলাদেশের বিজনেস কমিউনিটির পক্ষ থেকে যেকোনো উদ্যোগ ইন্দোনেশিয়া সানন্দে গ্রহণ করবে।
ঢাকায় ইন্দোনেশিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আইবিসিসিআই) প্রতিষ্ঠিত হয়েছে জানিয়ে রাষ্ট্রদূত বলেন, এ সংগঠনটি দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে কাজ করছে।
এসময় ইন্দোনেশিয়া ও বাংলাদেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির জন্য সম্ভাবনাময় খাতগুলো খুঁজে বের করার বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।
একইসঙ্গে বাংলাদেশি শিক্ষার্থীদের ইন্দোনেশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষা গ্রহণের আহ্বান জানান।
সিলেট চেম্বারের কনফারেন্স হলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিলেট চেম্বারের সভাপতি ও এফবিসিসিআইয়ের পরিচালক তাহমিন আহমদ।
সভায় ইন্দোনেশিয়া ও বাংলাদেশের মধ্যকার বাণিজ্য সম্পর্ক এবং সিলেটে বিনিয়োগের সম্ভাবনাময় খাতগুলো নিয়ে সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন বিভাগের অধ্যাপক ড. ফজলে এলাহী মো. ফয়সাল।
সভায় আরও বক্তব্য রাখেন সিলেট চেম্বারের সিনিয়র সহ-সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ, সহ-সভাপতি আতিক হোসেন, পরিচালক মুশফিক জায়গীরদার, আলীমুল এহছান চৌধুরী, ওয়াহিদুজ্জামান চৌধুরী (রাজিব) প্রমুখ।
ছামির মাহমুদ/এসআর/এএসএম