ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কলাপাড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

উপজেলা প্রতিনিধি | কলাপাড়া (পটুয়াখালী) | প্রকাশিত: ০২:৫০ পিএম, ০৪ মে ২০২৩

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় পুকুরে ডুবে জুয়াইরিয়া নামে সাত বছরের এক প্রতিবন্ধী শিশু মারা গেছে।

বৃহস্পতিবার (৪ মে) সকাল ১০টায় উপজেলার লতাচাপলী ইউনিয়নের থনঞ্জুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জুয়াইরিয়া থনঞ্জুপাড়া গ্রামের আবু জাফরের ছোট মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, জুয়াইরিয়া মানসিক ও বাক প্রতিবন্ধী ছিল। বাড়ির পাশে বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করতে থাকে। হঠাৎ তার মা খোঁজাখুঁজি করে না পেয়ে প্রতিবেশী আ. সালাম মাস্টারের বাড়ির সামনের পুকুরে গিয়ে তাকে ভাসতে দেখেন। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জাগো নিউজকে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনানুসারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আসাদুজ্জামান মিরাজ/এসজে/জিকেএস