ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মোটরসাইকেলে লেগে আহত, চাপা দিলো ট্রাক

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০৪:০২ পিএম, ০৪ মে ২০২৩

ফরিদপুরে ট্রাকচাপায় পলাশ শেখ (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ মে) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পলাশ শেখ আলিপুরের আলিমুজ্জামান ব্রিজ সংলগ্ন লালন নগরের বাসিন্দা মৃত শেখ মিলনের ছেলে। তিনি শারীরিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন। তার ডান হাত ও ডান পা কিছুটা প্যারালাইজড ছিল।

প্রত্যক্ষদর্শী মাহফুজুর রহমান বিপ্লব জানান, অসুস্থ পলাশ রাস্তা অতিক্রম করার সময় প্রথমে একটি মোটরসাইকেলের লুকিং গ্লাসের সঙ্গে আঘাত লেগে পড়ে যান। এরপর তাকে উদ্ধার করার আগেই দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় মোটরসাইকেলচালক, ট্রাকচালক ও হেলপার গাড়ি থেকে নেমে পালিয়ে যান।

ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আরাফাত হোসাইন জাগো নিউজকে বলেন, ট্রাকটি (কুষ্টিয়া-ট ১১-১২১৬) জব্দ করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলার প্রক্রিয়া চলছে।

এন কে বি নয়ন/এসআর/জেআইএম