ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সিসিক নির্বাচনে জাপার মেয়র প্রার্থী শিল্পপতি বাবুল

নিজস্ব প্রতিবেদক | সিলেট | প্রকাশিত: ০৬:৪২ পিএম, ০৪ মে ২০২৩

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন সিলেট মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক, বিশিষ্ট শিল্পপতি ফিজা অ্যান্ড কোং এর সত্ত্বাধিকারী মো. নজরুল ইসলাম বাবুল।

বৃহস্পতিবার (৪ মে) দুপুর ১২টায় রাজধানীর বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ের মিলনায়তনে সাংগঠনিক সভা শেষে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

সংসদের বিরোধী দল জাতীয় পার্টির মনোনয়ন পেতে একাধিক নেতা তৎপরতা চালাচ্ছিলেন। যদিও গত সিসিক নির্বাচনে মেয়র পদে জাপা কোনো দলীয় প্রার্থী দেয়নি। তবে এবার দীর্ঘদিন ধরে কমপক্ষে ৩ জন নেতা মাঠে সক্রিয় ছিলেন। ঈদে নগরবাসীকে শুভেচ্ছা জানিয়ে ব্যানার, পোস্টার ও বিলবোর্ডও সাটান তারা।

সিলেট মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য নজরুল ইসলাম বাবুল ছাড়া অন্য দুজন হলেন- বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান চৌধুরী এবং যুক্তরাজ্য জাতীয় পার্টির সহসভাপতি সাবেক সিটি কাউন্সিলর আবদুস সামাদ।

মধ্য রমজানে এক ইফতার মাহফিল ও সিলেটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে নিজের প্রার্থিতার ঘোষণা দেন শিল্পপতি নজরুল ইসলাম বাবুল।

তখন তিনি বলেছিলেন, অতীতে সিলেট নগরের আশানুরূপ উন্নয়ন হয়নি। অপরিকল্পিতভাবে কাজ হয়েছে। ফলে নগরবাসীর দুর্ভোগ কমেনি। নগরের উন্নয়নের লক্ষ্যেই আমি প্রার্থী হতে আগ্রহী।

গত ৩ এপ্রিল নির্বাচন কমিশন সিটি নির্বাচনের তফশিল ঘোষণা করে। তফশিল অনুযায়ী ২১ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। সিলেট সিটি করপোরেশনে যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ারুজ্জামান চৌধুরীকে নৌকা প্রতীকের মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। আর বিএনপি নির্বাচনে অংশ নেবে না বলে এরইমধ্যে ঘোষণা দিয়েছে।

ছামির মাহমুদ/এফএ/জিকেএস