গলায় ছুরি ধরে ১০ লাখ টাকা ছিনতাই
সিলেট নগরীর নয়াসড়কস্থ খ্রিষ্টানদের উপাসনালয় গির্জার সামনে সোহেল আহমদ নামে এক ব্যক্তির গলায় ছুরি ধরে ১০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার সোহেল আহমদ সিলেট নগরীর শাহজালাল উপ-শহরের জি-ব্লকের ৪ নম্বর রোডের ১৬ নম্বর বাসার বাসিন্দা।
সোহেল আহমদ জানান, ঘটনার কিছু সময় আগে তিনি নগরীর চৌহাট্টাস্থ এনআরবি ব্যাংক থেকে ১০ লাখ ২০ হাজার টাকা উত্তোলন করে জেলরোডস্থ আল-ফালাহ ব্যাংকে জমা দেয়ার উদ্দেশ্যে মোটরসাইকেলে যাচ্ছিলেন। নয়াসড়কের খ্রিষ্টান মিশনের গেইট এলাকায় পৌঁছামাত্র তিনটি বাজাজ কোম্পানির পালসার মডেলের মোটরসাইকেলে করে ৫/৬ জনের একদল ছিনতাইকারী সোহেলের মোটরসাইকেল থামায়। এসময় তারা তাকে ঘিরে ফেলে।
গলায় ছুরি ধরে তার সঙ্গে থাকা টাকার ব্যাগটি নিয়ে তারা নয়াসড়ক পয়েন্টের দিকে দ্রুতবেগে পালিয়ে যায়। ছিনতাই হওয়া টাকা এফবিসিসিআইয়ের পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী শামীম আহমদের বলে জানিয়েছেন সোহেল। তাকে টাকা উত্তোলন করে জমা প্রদানের দায়িত্ব দেয়া হয়েছিল।
মহানগর পুলিশের কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহাম্মদ বলেন, আমরা এ রকম ঘটনার সংবাদ পেয়েছি। সোহেল আহমদ জানান তার ১০ লক্ষাধিক টাকা ছিনতাই হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্তের জন্য পুলিশের একাধিক টিমকে দায়িত্ব দেয়া হয়েছে।
ওসি আরো বলেন, ছিনতাইকারীরা একটি ব্যাগ ফেলে গেছে। ওই ব্যাগে কিছু কাগজপত্র আছে। এগুলোর ভিত্তিতে আমরা তদন্ত করছি।
ঘটনাটি সাজানো কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানান, আমরা এখনো পুরোপুরি কিছু বলতে পারছি না। তদন্তের পর সব জানা যাবে।
ছামির মাহমুদ/এআরএ/এবিএস