কাজীপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্তের ঘটনায় যুবক গ্রেফতার
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে মারধরের ঘটনায় দায়ের করা মামলায় সাজু মিয়া (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৬ মে) বিকেলে তাকে আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়। গ্রেফতার সাজু মিয়া একই উপজেলার বেলতৈল গ্রামের সাহেব আলীর ছেলে। শনিবার সন্ধ্যায় কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, এক শিক্ষার্থীকে স্কুলে আসা যাওয়ার পথে উত্ত্যক্ত করতো সাজু। এ বিষয়ে ওই শিক্ষার্থীর বাবা প্রতিবাদ করলে তাকে মারধর করে সে। পরে শিক্ষার্থীর বাবা শুক্রবার থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় সাজুকে গ্রেফতার করে আদালতে পাঠালে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এমএ মালেক/এমএএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৩ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৪ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৫ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ