ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রেললাইনে উঠেই বিকল পিকআপ, ট্রেনের ধাক্কায় হেলপার নিহত

নিজস্ব প্রতিবেদক | খুলনা | প্রকাশিত: ০৩:৪৯ পিএম, ০৮ মে ২০২৩

রেললাইনে উঠে বিকল হয়ে যাওয়া পিকআপকে প্রায় ৩০০ গজ ঠেলে নিয়ে গেছে খুলনাগামী রকেট মেইল। এতে পিকআপের হেলপার আফজাল হোসেন (৬০) নিহত হয়েছে। আহত হন চালক নুর শেখ (৪০)।

সোমবার (৮ মে) ভোর ৪টার দিকে নগরীর গিলাতলা আফিল গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, ভোর ৪টার দিকে পিকআপটি বাইপাস সড়কের রেললাইনের ওপর উঠেই বিকল হয়ে যায়। খুলনাগামী ট্রেনটি ওই পিকআপকে ধাক্কা দেয়। পিকআপটিকে ট্রেন অনেক দূরে নিয়ে যায়। চালক নুর ও আফজাল হোসেন পিকআপের মধ্যেই ছিলেন। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে পিকআপের হেলপার আফজাল হোসেন মারা যান। চালক আহত হন। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

খুলনা রেল পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবির আহমেদ জাগো নিউজকে বলেন, আহত চালককে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। নিহত হেলপার গোপালগঞ্জ কাশিয়ানী উপজেলার পাথরকাটা এলাকার মুনসুর আলীর ছেলে।

ওসি বলেন, রকেট মেইলটি চিলাহাটি থেকে খুলনার দিকে আসছিল। ঘটনার পর ওই স্থানের গেট ম্যান পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন খান জাগো নিউজকে বলেন, ভোর সোয়া ৪টার দিকে চিলাহাটি থেকে ট্রেনটি খুলনার দিকে আসছিল। ওই সময় রেল ক্রসিংয়ের গেটে কেউ ছিল না। ফলে দুর্ঘটনাটি ঘটে। ট্রেন পিকআপটিকে অনেক দূর টেনে নেয়। তবে পিকআপটি কোন দিকে যাচ্ছিল তার বলতে পারছি না।

আলমগীর হান্নান/এসজে/এএসএম