ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

১৫ মে বাজারে আসছে মেহেরপুরের আম

জেলা প্রতিনিধি | মেহেরপুর | প্রকাশিত: ০৪:৩২ পিএম, ০৮ মে ২০২৩

মেহেরপুরে জাতভেদে আম পাড়ার সময় নির্ধারণ করা হয়েছে। ১৫ মে গুটি ও বোম্বাই জাতের আম পাড়ার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হবে। তবে আবহাওয়া, তাপমাত্রা, বৃষ্টিপাতসহ বিশেষ কারণে উপজেলা প্রশাসনের অনুমতি নিয়ে আগে আম পাড়া যাবে।

সোমবার (৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসনের সভাকক্ষে তালিকা প্রকাশ করা হয়। নিরাপদ, বিষমুক্ত ও পরিপক্ব আম বাজারজাত নিশ্চিতে স্থানীয় আম চাষি ও ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ সময় জেলা প্রশাসক আজিজুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শংকর কুমার মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ১২ মে বাজারে আসবে সাতক্ষীরার আম

তালিকা অনুযায়ী- গুটি ও বোম্বাই জাতের আম ১৫ মে থেকে পাড়া শুরু হবে। এরপর পর্যায়ক্রমে হিমসাগর ২৫ মে, ল্যাংড়া ২৮ মে, আম্রপালি ৬ জুন এবং ফজলি ২০ জুন সময়সূচি অনুযায়ী চাষিরা বাগান থেকে পাড়বেন।

মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, জেলায় ২৩৪০ হেক্টর জমিতে ৪০ হাজার মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে। যা প্রতি হেক্টরে ১৭ থেকে ১৮ মেট্রিক টন।

মেহেরপুর জেলা প্রশাসক আজিজুল ইসলাম বলেন, আমচাষি ও কৃষি অফিস মাঠে যাচাই-বাছাই করে আম পাড়ার তারিখ নির্ধারণ করেছে। সাধারণত গুটি জাতের আম আগেই পাকতে শুরু করে। ১৫ মে গুটি আম পাড়া শুরু হবে। এরপর পর্যায়ক্রমে আম পাড়া হবে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শংকর কুমার মজুমদার জাগো নিউজকে বলেন, নিরাপদ, বিষমুক্ত ও পরিপক্ব আম বাজারজাত নিশ্চিতে স্থানীয় আমচাষি ও ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে তালিকা প্রকাশ করা হয়েছে। নির্ধারিত সময়ের আগে কেউ আম বাগান থেকে সংগ্রহ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আসিফ ইকবাল/আরএইচ/এএসএম