ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ১০

জেলা প্রতিনিধি | মাদারীপুর | প্রকাশিত: ১১:৫৩ এএম, ০৯ মে ২০২৩

মাদারীপুর সদর উপজেলার পাকদী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে দুই পুলিশ সদস্যসহ আহত হয়েছেন ১০ জন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (৮ মে) রাত সাড়ে ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ, ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তার নিয়ে মাদারীপুর সদর উপজেলার পাকদী এলাকার জামাল মৃধার সঙ্গে শাহাদাত হাওলাদারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে সোমবার রাতে দেশীয় অস্ত্র নিয়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় বেশ কয়েকটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়া উভয় পক্ষের ২০টিরও বেশি বসতঘর ও দোকানপাট ভাঙচুর-লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ১০

সংঘর্ষে দুই পুলিশ সদস্যসহ আহত হয়েছেন ১০ জন। তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত রেখা বেগম বলেন, হঠাৎ দেশীয় অস্ত্র নিয়ে একদল দুর্বৃত্ত হামলা চালায়। বাধা দিলে তারা বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটান। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ১০

মাদারীপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, আধিপত্য নিয়ে জামাল মৃধার সঙ্গে শাহাদাৎ হাওলাদারের বিরোধ চলে আসছিল। রাতে তাদের লোকজনের মধ্যে একটি অনুষ্ঠান থেকে পাওয়া টাকা-পয়সা ভাগাভাগি নিয়ে কথা-কাটাকাটি হয়। পরে অস্ত্র নিয়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ টিয়ারগ্যাস ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় দুপক্ষের ইটপাটকেলের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে।

আয়শা সিদ্দিকা আকাশী/এসআর/জেআইএম