ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দুপুরের খাবার খেতে এসে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো অটোরিকশাচালকের

জেলা প্রতিনিধি | ভোলা | প্রকাশিত: ০৫:৫৪ পিএম, ০৯ মে ২০২৩

ভোলায় বাড়িতে দুপুরের খাবার খেতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সালাউদ্দিন (৩৪) নামে এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ মে) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত সালাউদ্দিন ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মিরা বাড়ির মো. ইউনুছের ছেলে।

ধনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. এমদাদ হোসেন জানান, সালাউদ্দিন অটোরিকশা চালিয়ে তার সংসারের খরচ যোগাতেন। প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও অটোরিকশা নিয়ে বের হন তিনি। দুপুরে তিনি খাবার খেতে বাড়িতে আসেন। বাড়িতে এসেই অটোরিকশাটি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ভোলা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাসেল বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

জুয়েল সাহা বিকাশ/এমআরআর/জিকেএস