মেয়ের বাড়ির গোয়ালঘরে মিললো বাবার মরদেহ
মাদারীপুরের শিবচরে মেয়ের বাড়ির গোয়ালঘর থেকে গলায় রশি পেঁচানো মো. হাকিম মাতুব্বরের (৮০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ মে) সকালে উপজেলার হাওলাদার কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
হাকিম মাতুব্বর ফরিদপুর সদরপুর উপজেলার চরনাছিরপুরের বাসিন্দা। তিনবছর আগে পদ্মা নদীতে বাড়ি বিলীন হলে তিনি মেয়ের বাড়িতে বসবাস করতেন।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্র জানায়, ঈদের তিনদিন পর হাকিম মাতুব্বর মেয়ের বাড়ি থেকে ফরিদপুরের আসেন। সেখান থেকে মঙ্গলবার সকালে কাউকে কিছু না বলে চলে যান। বুধবার সকালে বাড়ির লোকজন মেয়ের গোয়াল ঘরে রশি পেঁচানো অবস্থায় দেখতে পান।

আরও পড়ুন: সম্পত্তি নিয়ে বিরোধ, ২২ ঘণ্টা পরও দাফন হলো না বাবার মরদেহ
নিহতের মেয়ে ফাহিমা বেগম বলেন, তিন বছর ধরে বাবা আমার বাড়িতে ঘর নির্মাণ করে থাকতেন। ঈদের তিনদিন পর বাবা ভাইদের কাছে বেড়াতে যান। সকালে আমার ছেলে টয়লেটে যাওয়ার সময় দেখতে আব্বা গোয়ালঘরে রশি পেঁচানো অবস্থায় ঝুলছে। রশি কেটে তাকে দ্রুত ঘরে নিয়ে যাই।
নিহতের বড় ছেলে লাক্ষু মাতুব্বর বলেন, বাবা বোনের বাড়িতেই থাকতেন। ঈদের পর আমাদের বাড়ি গিয়েছিলেন। মঙ্গলবার সকালে আমাদের বাড়ি থেকে চলে আসেন। আমি সকালে মাছ ধরতে নদীতে গিয়েছিলাম। পরে শুনলাম আব্বা মারা গেছেন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আয়শা সিদ্দিকা আকাশী/আরএইচ/এএসএম