ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সুনামগঞ্জে কালবৈশাখীর হানা, শিলাবৃষ্টিতে ধানের ক্ষতি

জেলা প্রতিনিধি | সুনামগঞ্জ | প্রকাশিত: ০৬:২৭ পিএম, ১০ মে ২০২৩

প্রচণ্ড গরমের পর সুনামগঞ্জে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। বুধবার (১০ মে) বিকেলে বাতাস শুরু হয়ে কালবৈশাখী ঝড় শুরু হয়। সেই সঙ্গে শুরু হয় শিলাবৃষ্টি।

স্থানীয়রা জানান, ঝড়ে কোনো ধরনের ক্ষয়ক্ষতি না হলেও শিলাবৃষ্টিতে হাওরের উঁচু এলাকার বোরো ধানের ক্ষতি হয়েছে। কৃষি বিভাগের লোকজন ক্ষয়ক্ষতি নিরূপণে চেষ্টা করছে।

jagonews24

আরও পড়ুন: কালবৈশাখী-শিলাবৃষ্টি নিয়ে চাষিদের সতর্ক করলো ব্রি

সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম বলেন, হাওরের শতভাগ বোরো ধান কাটা শেষ হয়েছে। হাওরের বাইরের উঁচু এলাকায় এ বছর ৫৭ হাজার হেক্টর বোরো ধানের আবাদ হয়েছে। ইতোমধ্যে ৫০ হাজার হেক্টর ধান কাটা শেষ হলেও বাকি ৭ হাজার হেক্টর ধানের শিলাবৃষ্টিতে কিছুটা ক্ষতি হতে পারে।

লিপসন আহমেদ/আরএইচ/জিকেএস