মানিকগঞ্জে পুলিশ-ডাকাত বন্দুকযুদ্ধে আহত ৬
মানিকগঞ্জের সিঙ্গাইরে মঙ্গলবার রাতে পুলিশ ও ডাকাতের মধ্যে সংঘটিত বন্দুকযুদ্ধে এক ডাকাতসহ ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে ককটেল ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
আহতরা হলেন, ডাকাত সর্দার জসিম মোল্লা (৩৮), উপপরিদর্শক (এসআই) কাজী সালেহ আহম্মেদ, উপপরিদর্শক (এসআই) ওহিদুল ইসলাম, উপপরিদর্শক (এএসআই) রাজীব, কনস্টেবল মো. আকরাম এবং কনস্টেবল মাসুদ রানা।
বুধবার দুপুরে মানিকগঞ্জের পুলিশ সুপার মাহফুজুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, মঙ্গলবার রাত একটার দিকে সিঙ্গাইরের সুদক্ষিরা গ্রামে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে সিঙ্গাইর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে ডাকাত সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ও ককটেল নিক্ষেপ করে। পুলিশও পাল্টা গুলি চালায়। এসময় ডাকাত সদস্যরা পালিয়ে গেলেও হাতে ও দুই পায়ে গুলিবিদ্ধ অবস্থায় ধরা পড়ে ডাকাত সর্দার জসিম মোল্লা। পরে ঘটনাস্থল থেকে একটি শর্টগান, বেশ কয়েক রাউন্ড কার্তুজ, চারটি হাত বোমাসহ বেশ কয়েকটি ধারাল অস্ত্র উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, আহত ডাকাত সর্দার জসিম মোল্লাকে প্রথমে সিঙ্গাইর হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। আহত পুলিশ সদস্যদের সিঙ্গাইর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। তবে তাদের অবস্থা আশংকামুক্ত। এ ঘটনায় সিঙ্গাইর থানায় ৩টি মামলা করা হয়েছে।
পুলিশ সুপার জানান, আটক জসিম মোল্লা সিঙ্গাইর উপজেলার গঙ্গালালপুর গ্রামের মেহের মোল্লার ছেলে। তার বিরুদ্ধে ঢাকার নবাবগঞ্জে একটি হত্যাসহ বিভিন্ন থানায় ডাকাতির একাধিক মামলা রয়েছে।
বি.এম খোরশেদ/এফএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, মেডিকেল কলেজের অধ্যাপক বরখাস্ত
- ২ সাত ঘণ্টা অবরোধের পর বরিশাল-খুলনা মহাসড়কে যানচলাচল স্বাভাবিক
- ৩ বাসায় পুলিশের অভিযান, ছাদ থেকে লাফ দিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- ৪ ওসমান হাদির মৃত্যুতে ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট, যুবক গ্রেফতার
- ৫ হাদি হত্যা: রংপুরে প্রতিবাদী সমাবেশে বিএনপি-জামায়াত-এনসিপি