ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মাদারীপুরে মুড়ি কারখানায় আগুন

জেলা প্রতিনিধি | মাদারীপুর | প্রকাশিত: ০২:২৯ পিএম, ১২ মে ২০২৩

মাদারীপুরের ডাসারে একটি মুড়ির কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। শুক্রবার (১২ মে) ভোরে উপজেলার কমলাপুর বাজারে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, কমলাপুর বাজারের পাশে স্থানীয় কাওছার খান ও মজিদ ব্যাপারীর মুড়ির কারখানার আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পরে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খরব দেন। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস সদস্যরা। আগুনে কারখানার সব মালামাল পুড়ে যায়।

আরও পড়ুন: চামড়ার কারখানায় আগুন 

ভুক্তভোগী কাওছার খান জানান, আগুনে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমরা এখন কিভাবে বাঁচবো।

কালকিনি উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. খোকন বলেন, আগুন লাগার অনেক পরে আমরা খবর পেয়েছি। এ কারণে ক্ষতি অনেক বেশি হয়েছে।


আয়শা সিদ্দিকা আকাশী/আরএইচ/জিকেএস