ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

স্বামীর প্রতিদ্বন্দ্বী স্ত্রী

প্রকাশিত: ১১:১৪ এএম, ০৯ মার্চ ২০১৬

দ্বিতীয় দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বগুড়ার শিবগঞ্জের আটমূল ইউনিয়ন থেকে স্বামীর বিরুদ্ধে প্রার্থী হয়েছেন স্ত্রী মনোয়ারা বিবি। বর্তমানে দু’জনই মাঠে-ময়দানে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

জানা গেছে, শিবগঞ্জের আটমূল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেলাল হোসেন। ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এবং দলীয় মনোনয়ন নিশ্চিত করার জন্য তিনি দীর্ঘদিন ধরে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। শেষে তার ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১৭ জন সভাপতি-সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সারাধণ সম্পাদক তার মনোনয়ন নিশ্চিত করে জেলায় তালিকা পাঠায়। পরে মনোনয়ন বোর্ড তার মনোনয়ন বাতিল করে বর্তমান ইউপি চেয়ারম্যান গোলাম সারোয়ার মান্নানকে দলীয় মনোনয়ন দিলে তিনি বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন। সেই সঙ্গে তাঁর স্ত্রী মনোয়ারা বিবিও (৩৮) প্রার্থী হন। বর্তমানে দুইজনই ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছেন।

আটমূল ইউনিয়নের দায়িত্বে থাকা রির্টানিং অফিসার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান জানান, যাচাই বাছাইয়ে তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তিনি জানান, মনোয়ারা বিবি পেশায় একজন সাধারণ ব্যবসায়ী। নির্বাচনী ব্যয়ের জন্য তিনি ব্যবসার আয় থেকে দুই লাখ ১৫ হাজার টাকা খরচ করবেন।

মনোয়ারা বিবি বলেন, কোন কারণে যদি স্বামী প্রার্থী হতে না পারেন সেক্ষেত্রে আমাকেই ভোট করতে হবে। এজন্য এখন থেকেই গ্রাম-গঞ্জ চষে বেড়াচ্ছি। ভোটারদের সঙ্গে পরিচিত হচ্ছি। কুশল বিনিময় করছি। তবে নারী ভোটাররা খুব উৎসাহ দেখাচ্ছেন। নির্বাচিত হলে নারীদের উন্নয়নে কাজ করবো।

বর্তমানে এ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান গোলাম সারোয়ার মান্নান, বিএনপির মীর মুনসুর রহমান, জাতীয় পার্টির নজরুল ইসলাম, আওয়ামী লীগের বিদ্রোহী বেলাল হোসেন ও তাঁর স্ত্রী মনোয়ারা বিবি, বিএনপির বিদ্রোহী মোজাফফর হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী ফিরোজ আহম্মেদ।  

শিবগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা জাকির হোসেন বলেন, ২ মার্চ ১২টি ইউনিয়নের মোট ৭৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তার মধ্যে মনোয়ারাই একমাত্র চেয়ারম্যান পদের নারী প্রার্থী।

বাসার/এসএস/এবিএস