ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি | মাদারীপুর | প্রকাশিত: ০৭:৪৩ পিএম, ১৩ মে ২০২৩

মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্টে মো. মুজাহিদ (১৮) নামের এক নির্মাণ শ্রমিক মারা গেছেন। শনিবার (১৩ মে) সদর উপজেলার নয়াচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মুজাহিদ উপজেলার ঝাউদি ইউনিয়নের তালতলা এলাকার মো. শাহ জালালের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুর ১২টার দিকে ইকোপার্কের ভেতরে অবস্থিত পুরাতন একটি স্থাপনা ভাঙার কাজ করছিলেন মো. মুজাহিদ। পাশের জব্বার ব্যাপারীর ঘর থেকে বিদ্যুৎ সংযোগ দিয়ে কাজ শুরু করে শ্রমিক শাহ জালাল ও তার ছেলে মুজাহিদসহ বেশ কয়েকজন শ্রমিক। একপর্যায়ে অসাবধানবশত বিদ্যুৎস্পৃষ্টে হন মুজাহিদ। তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

jagonews24

আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু 

মাদারীপুরের বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান বলেন, প্রাথমিকভাবে জেনেছি ঠিকাদারের লোকজনের ভুলের কারণে শ্রমিক মারা গেছে। তারা অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে কাজ করছে সেটাও বন বিভাগকে অবগত করা হয়নি।

মাদারীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আয়শা সিদ্দিকা আকাশী/আরএইচ/জিকেএস